বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রথম বারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা ২০২১ পরিচালনা করে। এ উদ্দেশ্যে প্রায় চার লাখ ট্যাব ক্রয় করা হয় এবং শুমারী পরবর্তী কালে এসব ট্যাব অলস বসিয়ে না রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কিছু ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সরকারি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়। এ পর্যায়ে সাভার উপজেলার ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরনের উদ্দেশ্যে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডা. মো. এনামুর রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত উপহার স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্দেশ্যকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস